বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় ২০০ পরিবারের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শনিবার (১৮ এপ্রিল) নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় মুহাম্মদ শাহেদ বলেন লুটপাট বন্ধ করে উন্নয়নের গল্প না শুনিয়ে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। বিবেককে জাগ্রত করুন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুন।
তিনি এ সময়, ভয়কে জয় করে করোনা রোগীদের সু-চিকিৎসা এবং জরুরী ভিত্তিতে চট্টগ্রাম আইসিইউ বেড, করোনা কীট ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান।
এ সময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোসাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দিন, হাফেজ কামাল, শেখ কামাল আলম, আইয়ুব আলী, রিদোয়ান, আব্দুর রহিম মিনু, জাবেদুল হক, সাদ্দামুল হক, নেজামউদ্দিন, মোঃ তুষার প্রমুখ।
Leave a Reply