রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করল আরেক রোহিঙ্গা

উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নৃশংসভাবে এক রোহিঙ্গা যুবক আরেক রোহিঙ্গা যুবককে দিনদুপুরে জবাই করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উখিয়া লম্বাশিয়া পাড়া এ/পূর্ব ক্যাম্পে সোমবার ১৪ অক্টোবর সকাল ১০ টার দিকে। এ তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আবুল মনসুর।

ওসি জানান, নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম মৌলভী মোহাম্মদ ইউনুছ (২৫), পিতার নাম-মোহাম্মদ আলী। সে রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইউনুসের সাথে রোহিঙ্গা নাজির হোসেনের পুত্র মোহাম্মদ ফয়সালের বোনের কিছুদিন আগে বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু বিভিন্ন সামাজিক কারণে বিয়েটি আর হয়নি।

নিহত রোহিঙ্গা মোহাম্মদ ইউনুস ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে খুনী রোহিঙ্গা মোহাম্মদ ফয়সালের ক্যাম্পের সামনে দোকানে যায়। একসময় মোহাম্মদ ফয়সাল নিহত মোহাম্মদ ইউনুসকে এখনে কেন এসেছিস বলে ধমক দিলে দু’জনের মধ্যে প্রচন্ড তর্কাতর্কি হয়। একপর্যায়ে রোহিঙ্গা মোহাম্মদ ফয়াসাল মোহাম্মদ ইউনুসকে মাটিতে ফেলে তার হাতে থাকা চুরি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

উখিয়া থানা পুলিশ হত্যাকান্ডের খবর পেয়ে মোহাম্মদ ইউনুসের জবাই করা লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে খুনী ফয়সালকে ঘটনার ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে করার কথা ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর।

তিনি জানিয়েছেন, নিহত মোহাম্মদ ইউনুসের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *