২৪ ঘণ্টা ক্রীড়া ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে লকডাউনে ঘরবন্দি দেশের অসহায় মানুষের পাশে এবার বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এবার নিজের প্রিয় ও ঐতিহাসিক দ্বিশতক হাঁকানো সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন।
ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে, দুস্থদের সহায়তায় আরো কিছু স্মারক নিলামে তুলবেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান ধরা হয় এ মুশফিকুর রহিমকে। দেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি লিখেছিলেন সেই ইতিহাস।
এরপর আরো দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই তাঁর প্রিয়। অসহায়দের জন্য কিছু করার প্রত্যয়ে এবার তার সে প্রিয় ব্যাটটি নিলামে তুলনেন।
এর আগেও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্কও পাঠান তিনি।
মুশফিক ছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
মানবতার জয়গান তুলে সেবায় নিয়োজিত রয়েছেন ড্যাশিং ওপেনার দলনায়ক তামিম ইকবা।
২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স
Leave a Reply