ফটিকছড়িতে তৈরী হচ্ছে আইসোলেশন সেন্টার

এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুইটি আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।

রবিবার ( ১৯ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আগামী দু’একদিনের মধ্যে সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী আইসোলেশন সেন্টারগুলো পরিদর্শন করবেন বলেও জানান।

ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশে চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য তৈরী হচ্ছে এ দু’টি অাইসোলেশন সেন্টার।

চিকিৎসকদের জন্য ফটিকছড়ির নাজিরহাটের মাউন্ট রয়েল অাবাসিক হোটেল ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য হৃদয় অাবাসিক হোটেলকে অাইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিন জানান, মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মহোদয়ের নির্দেশে অাপদকালীন সময়ের জন্য ফটিকছড়িতে চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দু’টি অাইসোলেশন সেন্টার তৈরী করা হচ্ছে। দু’একদিনের মধ্যে তৈরি কাজ শেষ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *