সন্দ্বীপে রফিক চেয়ারম্যানের উদ্যোগে ত্রাণ বিতরণ

সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভার সাবেক প্রশাসক, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার ও মুজিব বাহিনী প্রধান রফিকুল ইসলাম চেয়ারম্যানের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কর্মহীন অসহায় সন্দ্বীপ পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আবু ইউচুপ লিটনের আর্থিক সহযোগিতায় এ ত্রাণ কাজের সূচনা করেন সন্দ্বীপের সাংসদ, নৌ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, দ্বীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এম পি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেদন, মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, থানা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

ত্রাণ বিতরণ সমন্বয় করেন সাবেক ছাত্রলীগ নেতা প্রদ্যুৎ নন্দী ও নুরনবী আনন্দ, দিদার আলম, মো. মামুনুর রশিদ,শিপন মাহমুদ ও সুজিদ ভদ্র। সন্দ্বীপের পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩৫০ জনকে চাউল, ডাউল, পেঁয়াজ, তেল, আলু, চনা ইত্যাদি বিতরণ করা হয়।

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, এই বৈশ্বিক সংকটময় মুহূর্তে সকলের উচিত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে এ সংকট মোকাবেলায় সহযোগিতা করা এটা আরেকটি যুদ্ধজয়ের চেয়ে কম নয়। আমার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। আমেরিকা প্রবাসী আবু ইউসুফ লিটন আর্থিক সহায়তায় এগিয়ে আসায় ধন্যবাদ জানাই।

(প্রেস বিজ্ঞপ্তি)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *