সোনালি ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, বন্ধ মতিঝিল শাখা

২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ এসেছে সোনালী বাংকের এক কর্মকর্তার।

তিনি রাজধানী ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখায় কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ব্যাংকটি।

তাছাড়া ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখা সোমবার থেকে সাময়িক বন্ধ ঘোষণা করে আগামী মঙ্গলবার থেকে উক্ত শাখার গ্রাহকদের পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা গ্রহণের অনুরোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তার করোনার সন্দেহে ওই শাখাটি লকডাউন করা হয়। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ এলে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

এর বাইরে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাও বন্ধ হয়েছে। বেশ কয়েকজ ব্যাংকারের করোনার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছে মরণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।

এতে একশ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯২ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জনে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *