২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || চট্টগ্রামের অন্যতম বিনোদন স্পট সিআরবি সাত রাস্তার মাথা এলাকায় ঘুরতে গিয়ে সিএমপি পুলিশের অভিনব শাস্তি ভোগ করলেন ২০ তরুণ।
জেল কিংবা জরিমানা দিয়ে নয়, রাস্তার উপর বসে পুলিশের দেওয়া কাগজ কলম দিয়ে ৫শ বার আমি দুঃখিত লিখতে দেয়া হয় এসব তরুণদের। তবে একজনও ৫শ বার লিখতে পারেনি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগমের উপর সিএমপির নিষেধাজ্ঞা জারি করা স্পটে অহেতুক ঘুরা-ঘুরির যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারায় পুলিশ তাদের শাস্তি দেন।
সোমবার ২০ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত তরুণদের অভিনব এই শাস্তি প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।
তিনি বলেন, সোমবার বিকালে কোতোয়ালি পুলিশের একটি টিম নগরীর সিআরবি এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছিলো। এ সময় অহেতুক ঘুরতে দেখে বেশ কয়েকজন তরুণকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
এরমধ্যে ২০ তরুণ সিআরবি আসার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। পরে তারা পুলিশের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলে তাদেরকে খাতা কলম দিয়ে রাস্তায় বসে ৫শ বার করে ‘আমি দুঃখিত’ লিখতে বলা হয়।
তিনি বলেন, কাগজে কেউ পুরোপুরি ৫শ বার লিখতে পারিন। এরপরও প্রত্যেকে সতর্ক করে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বিধিনিষেধ অমান্য করে কেউ যাতে জনসমাগম ঘটে এমন স্পটে অহেতুক ভিড় না করে সেজন্য এই অভিনব শাস্তি দেয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply