১ লাখ ৭৭ হাজার ছাড়াল বিশ্বব্যাপী করোনায় মৃত্যু

বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারাবিশ্বে ২৫ লাখ ৬৩ হাজার ৩৮৪ জন করোনাআক্রান্ত হয়েছেন। আর এ মহামারিতে মৃত্যু হয়েছে এক লাখ ৭৭ হাজার ৪১৫ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৮১ হাজার ৪৭৭ জন মানুষ।

করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। বুধবার পর্যন্ত দেশটিতে ৮ লাখ ২৪ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ২৮৯ জন।

এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ৪ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ২১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ইতালিতে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ মানুষ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *