রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত তারাবির অনুমতি সৌদি বাদশাহ’র

সৌদি বাদশাহ

২৪ ঘন্টা ডট নিউজ। ধর্ম ডেস্ক : সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজানের বাকি মাত্র কদিন। করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে আসন্ন রমজানে দেশটিতে জামাতে তারাবি হবে কি হবে না এমন আলোচনা চলে আসছিলো।

আলোচনার ইতি ঘটিয়ে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত সংস্করণে তারাবিহ পড়ার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

খবর রয়টার্স ও আল-আরাবিয়াহর সূত্রে বলা হয় বুধবার এক বিবৃতিতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এমন খবর দিয়েছেন।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে ১০ রাকাতে, কিন্তু তাতে কেবল ইমাম, মুয়াজ্জিনসহ কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার পরিকল্পনা করেছে সৌদি সরকার, যাতে নিজেদের মহল্লার বাইরে গিয়ে লোকজন প্রয়োজনীয় সওদা করতে পারেন।

এদিকে করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে পরীক্ষার পরিসর বাড়িয়েছে সৌদি সরকার। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল রবিবার সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ, করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

২৪ ঘন্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *