আনোয়ারা’য় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে ছাত্রলীগ

কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে ছাত্রলীগ

২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসে স্থবির বিশ্ব। মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। ঘুরছে না গাড়ির চাকা।

লকডাউনে ঘরবন্দি মানুষ। ফলে শ্রমিক সংকটে কৃষকের পরিশ্রমে ফলানো ধান মাঠেই রয়ে গেছে। এদিকে সামনে কাল বৈশাখী ঝড় হতে পারে এ আতঙ্কেও কৃষকরা চিন্তিত।

তবে আতঙ্কিত হয়ে পড়া কৃষকদের সহায়তা করার লক্ষ্যে মহৎ উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ১ নং বৈরাগ ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। কৃষকের চিন্তা দুর করতে আনোয়ারায় কাচি হাতে কৃষকের মাঠে নেমেছে ছাত্রলীগ কর্মীরা। তারা সংঘবদ্ধ হয়ে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌছে দিচ্ছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ইউনিয়ন ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনির নেতৃত্বে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ব্যস্থ ছিলেন কলেজে অধ্যয়নরত স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

স্বস্থির নিঃশ্বাস নিয়ে কৃষক নজির আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এদিকে সামনে কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনি বলেন, আমরা কোন টাকা পয়সা না নিয়ে আপনার ধান কেটে আপনার বাড়িতে পৌঁছে দিব। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে?

বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ নেতা এবং বৈরাগ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রনি ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বৈরাগ ইউনিয়নের কৃষক নজির আহমেদ এর ১০ গন্ডা ধান কেটে দিয়েছি।

বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ সৈয়দ নুর, আবদুর রহমান, জাহেদুল ইসলাম ও মো. ইদ্রিসসহ আরো বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিতে সহায়তা করছে।

২৪ ঘণ্টা/ মো. জাবেদ/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *