অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ঝুমুর সিনেমাহল চত্বর এলাকায় এক অসহায় নারী তার মেয়েকে নিয়ে চুপচাপ বসে আছেন। হঠাৎ বাংলাদেশ সেনাবাহিনীর টহল সদস্যরা গাড়ি থামিয়ে মা-মেয়ের সামনে বস্তা ভর্তি খাদ্যসামগ্রী উপহার দেন।
আজ লক্ষ্মীপুর শহরের ঝুমুর ট্রাফিক চত্বরের পাশে সেনাবাহিনীর এমন মানবিক দৃশ্য দেখা যায়।
জানতে চাইলে কুমিল্লা সেনানিবাসের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফটেনেন্ট শাহ মোহতাসিম রহমান বলেন, প্রতিদিন আমরা টহল অবস্থা অসহায় মানুষকে পেলে তাদের কাছে পৌঁছে দিই খাদ্যসামগ্রী।
Leave a Reply