কুবি প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে অচল হয়ে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সবাইকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দেশের সীমিত আয়ের জনগোষ্ঠী।
দেশের এই দুঃসময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী এ এম নূর উদ্দীন হোসাইন মানবতার ডাকে সাড়া দিয়ে নিজ উদ্যোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অসচ্ছল ও দুর্ভোগে পড়া জনসাধারণের সহায়তায় এগিয়ে আসল।
এ এম নূর উদ্দীন হোসাইনের উদ্যােগে এই তৃতীয় বারের মতো অসচ্ছল ও দুর্ভোগে পড়া মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসলেন। এর আগেও তিনি সমাজের বিভিন্ন জনহিত কাজের সাথে নিয়োজিত ছিলেন। তিনি সবসময় মানবতার অগ্রদূত হিসেবে সকলের পাশে দাঁড়িয়ে ছিলেন।
নিজ অর্থায়নে, নিজ প্রচেষ্টায় পবিত্র রমজান উপলক্ষে চাউল, ছোলা, মুড়ি, সয়াবিন তেল, পিয়াজ, আলু, চিড়া, চিনি, লবন, ডেটল সাবান, টিস্যু পেপার সামগ্রী বিতরণ করে করোনা মোকাবেলায় দায়িত্বশীলদের উৎসাহ প্রদান করেছেন।
এসময় এন হোসাইন জানান, করোনা ভাইরাসে লকডাউনে সমাজে দিনমজুররা মানবেতর জীবন-যাপন করছে। সরকারি নির্দেশনা মানতে গিয়ে দিন দিন সাংসারিক জীবনযাত্রা আরো অবনতি হচ্ছে। এসময়ে সরকারের সহযোগীতার পাশাপাশি সামর্থ্যবান হিসেবে প্রতিবেশী এবং এলাকার অসহায়দের খোজ নেওয়া দায়িত্ব মনে করছি। আমি আশাবাদী আমার এ ক্ষুদ্র প্রয়াস এই অমানিশায় তাদের মনোবল যোগাবে, এবং, সর্বোপরি মানবতার জয় হবে।”
২৪ ঘণ্টা/এম আর/তাসফিক
Leave a Reply