২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনা জয় করে এখন সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেছেন ব্যাংকের নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেন (৫০)।
তিনি গত বুধবার নগরীর জেনারেল হাসপাতাল থেকে সীতাকুণ্ডের গোডাউন রোডের বাসায় ফিরেছেন। এর আগে গত ৮ এপ্রিল বুধবার নারায়নগঞ্জ থেকে ফেরত ব্যাংকের এ নিরাপত্তা কর্মীর শরীরে করোনা রোগ শনাক্ত হয়।
এরপর প্রশাসন সীতাকুণ্ড পৌরসদর গোডাউন রোডের ৮টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দেন। তাছাড়া আনোয়ার হোসেনকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে ১৫দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে সুস্থ্য হয়ে বাসায় ফেরায় আনোয়ার হোসেনের ছেলে মাসুম তার সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়েছেন।
২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি
Leave a Reply