হাটহাজারীতে লকডাউন উপেক্ষা করে দোকান খোলায় জরিমানা

হাটহাজারী লকডাউন এর পরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা

২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণরোধে গত ১৯ এপ্রিল হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন।

কিন্তু প্রশাসনের এ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লকডাউন উপেক্ষা করে নানা কৌশলে দোকান খোলা রেখে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। কখনো প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সাময়িক পালিয়ে যাচ্ছে আবার কখনো দোকানের বাইরের তালা দিয়ে ভিতরে জমজমাট ব্যবসা করছে।

হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে ঠিক এমন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সন্ধান পান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান বন্ধসহ তিন দোকানীকে ৫ হাচার টাকা জরিমানা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ এপ্রিল) হাটহাজারী উপজেলার চৌধুরী হাট বাজার এলাকায় ইউএনও রুহুল আমিন ক্রেতা সেজে তিনটি কাপড়ের দোকানের অভিযান চালিয়ে জরিমানা করেন। এসময় অন্য দোকানদাররা অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেলেও ইউএনওর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সাড়াশি অভিযান চালায়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দুরুত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/মো. পারভেজ/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *