গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চারজনের মধ্যে তিনজন নারী ও একজন শিশুপুত্র রয়েছে। এর মধ্যে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের মরদেহ পড়েছিল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
নিহতরা হলেন ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী চারজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে।
বাড়ির গৃহকর্তা কাজল মালয়েশিয়া প্রবাসী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তারা এখানে বাড়ি বানিয়ে বসবাস করছিলেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply