হাটহাজারী’তে ২’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে মির্জাপুর ফুড ব্যাংক

হাটহাজারী ফুড ব্যাংক

২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আর চলমান লকডাউনে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবন ধারণ দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়ছে।

সরকার এবং সমাজের বিত্তবানরা সহায়তার হাত নিয়ে মানুষের পাশে এগিয়ে আসলেও তা প্রয়োজনের তুলনায় কম। এবার সমাজের এসব অসহায়, কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষকে সহায়তায় এগিয়ে এসেছেন হাটহাজারী মির্জাপুর ফুড ব্যাংক নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত ২০১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সকাল সাড়ে ১০ টা হতে শুরু হওয়া এ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মির্জাপুর ফুড ব্যাংকের উদ্যোক্তা ও উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন রুশনী, লায়ন আনোয়ার হোসেন উজ্জল ও সাংবাদিক বাবলু দাশ প্রমূখ।

২৪ ঘণ্টা/পারভেজ/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *