আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ২য় দফায় ত্রান পেল আরো ৫শ পরিবার

আনোয়ারা বৈরাগ ইউনিয়ন

২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈরাগ ইউনিয়নে ২য় ধাপে ত্রান বিতরণ করা হয়েছে। করোনা মহামারি দুর্যোগময় পরিস্থিতিতে কর্মহীন অসহায় সিএনজি চালক ও নৌকার মাঝিদের মাঝে এসব ত্রাণ তুলে দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নেতৃত্বে ইউনিয়নের ৫শ জনের বেশি মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেন বৈরাগ ইউনিয়ন ত্রাণ সহায়তা তহবিল।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে ২য় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গত (১৬ এপ্রিল) ১ম ধাপেও ৫শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বৈরাগ ইউনিয়ন ত্রাণ তহবিল।

আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও তহবিলের উদ্যোক্তা শওকত ওসমান বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের নির্দেশে অসহায়, কর্মহীন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।

করোনা পরিস্থিতিতে সিএনজি চালক এবং নৌকা মাঝিরা কর্মহীন হয়ে পড়েছে, এমন পরিস্থিতিতে বৈরাগ ইউনিয়ন ত্রাণ তহবিলের সদস্যরা তালিকা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তহবিলের সদস্যগণ।

দুই ধাপে আমরা এক হাজারেরও বেশি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ, এভাবে যতদিন সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী এ কর্মসূচি অব্যাহত রাখবে বৈরাগ ইউনিয়ন ত্রাণ সহয়তা তহবিল।

২৪ ঘণ্টা/ জাবেদুল/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *