আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ফের এক বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জোহানেসবার্গে ডাকাতের গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাংলাদেশী ব্যবসায়ী আনোয়ার খাঁন (২২) চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিবার (১৩ অক্টোবর) রাত ২ টার সময় জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে ইন্তেকাল করেছেন। নিহত আনোয়ার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ গ্রামের সিরাজুল ইসলাম খানের ছেলে।

এর আগেও দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্স,লেনাসিয়া -দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্সের জোহানেসবার্গের সোয়েটু লোকেশনের দক্ষিণে লেনাসিয়া উপশহরে ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ি নিহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছরেই শুধু দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে ৪৪ বাংলাদেশি প্রাণ হারিয়েছে।

জানা যায়, গত ১০ অক্টোবর মসজিদে যাবার পথে,দেশটির কসমো সিটিতে অন্য এক বাংলাদেশির দোকানে ডাকাতি করার সময় এলাপাতাড়ি গুলি চালায় ডাকাতদল। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে, জোহানেসবার্গের হেলেন জসেফ হাসপাতালে ভর্তি করা হলে,সেখানে রোববার ১৩ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার মারা যান।

এর আগে চলতি বছরের গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ ফিরোজ (সিমুল) নামে একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. রেজাউল করিমের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামে।

সূত্রে জানা যায় মৃত্যুর পূর্বে সে লেনাসিয়া শহরের লেনাসিয়া মলে গিয়েছিল ব্যাংকে টাকা ডিপোজিট করার জন্য। ঠিক সেই সময় আকস্মিক সে কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি করে আর তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ফালিয়ে যায়। পরে স্হানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ ফিরোজ শিমুলের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হুমায়ুন কবিরের ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *