২৪ ঘণ্টা জেলা সংবাদ : সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত ৬ কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ ঘটনায় ব্যাংকের ওই শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল বারেক চৌধুরী।
তিনি জানিয়েছেন গত সপ্তাহে সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেই সাথে ব্যাংকের ওই শাখাটি বন্ধ রাখা হয়।
এরপর গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। শুক্রবার করোনা পজেটিভ ফলাফল আসে দুজনের। এবং সর্বশেষ গতকাল রাতে সেই ৭ জনের মধ্যে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। মোট ছয়জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে।
এর আগে গত ২০ এপ্রিল ঢাকার মতিঝিলের দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
একজন কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ায় শাখাটি বন্ধ করা হয় যা এখনো বন্ধ রয়েছে তবে বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হচ্ছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply