হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও দোকানে মূল্য তালিকা না রাখায় ছয় দোকানিকে মোট ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২৬) এপ্রিল বাজার মনিটরিংয়ের সময় হাটহাজারী পৌরসভা এবং কাটিরহাটের বিভিন্ন মুদি দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, বৃষ্টি উপেক্ষা করেও প্রশাসন বাজার মণিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিটি দোকানেই দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসেরর প্রাদুর্ভাব এবং পবিত্র মাহে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply