মাঝিরঘাটে কর্মহীন শ্রমিকদের রেজাউল করিম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

করোনা মহামারির কারণে মাঝিরঘাট এলাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে চট্টগ্রাম জাতীয় নির্মান শ্রমিকলীগের উদ্দ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

রবিবার (২৬ এপ্রিল) কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় তিনি বলেন, করোনা মহামারির কারণে নগরীর ব্যস্ততম এই মাঝিরঘাট এখন নিশ্চুপ হয়ে গেছে। এই ঘাটকে কেন্দ্র করে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো
কাজ না থাকায় আজ তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। মানুষ মানুষের জন্য, আর একজন রাজনীতিবিধ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। কারণ রাজনীতি তো মানুষের জন্যই করি। তাই আমি আশা করবো সমাজের সকল বিত্তবান মানুষরা ও এই অসময়ে সাধারণ মানুষের পাশে এসে দাড়াঁবেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রফিক, সাধারন সম্পাদক আব্দুল খালেক, নির্মান শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রানা, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, মাঝিরঘাট ট্রাক ড্রাইভার বহুমুখি সমিতি সভাপতি মোহাম্মদ বশির, যুব শ্রমিকলীগের আহবায়ক কাজী টিটু, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ অন্যান্য স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *