২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : প্রাণঘাতী করোনায় পুরো দেশই এখন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন দিনমজুর মানুষেরা।
দিন আনে দিনে খাওয়া এই অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগ নেতা আলিউল আজাদ মুন্না। নিজের অর্থায়নে অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালেন তিনি।
২৭ এপ্রিল রবিবার রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে একশজন কর্মজীবী অসহায় মানুষদের মধ্যে এ খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এসময় জে,এম,রাইজিং ষ্টার নামের একটি সামাজিক সংগঠনের সদস্য নয়ন, আকিব, জুয়েল, সারুফ, মামুন, ইশা, মাহি, জয়নাল, বাপ্পু, মারুফ ও করিম উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেন।
জানতে চাইলে ছাত্রলীগ নেতা মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নিজ সামর্থ অনুযায়ী অসচ্ছল মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
প্রথম দিকে অসহায় ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আগামীতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।
২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি
Leave a Reply