র‌্যাব-পুলিশ ও চিকিৎসকসহ চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১১ জন, লক্ষীপুরে ১

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুনা পরীক্ষা করে মোট ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে র‌্যাব, চিকিৎসক ও হাসপাতালের মহিলা কর্মীসহ ৬ জন, চট্টগ্রামের চার উপজেলায় ৫ জন এবং ভিন্ন জেলা লক্ষ্মীপুর সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে।

এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৬৪ জন। এছাড়া বাহির থেকে আগত রোগী রয়েছে ২ জন।

চট্টগ্রাম শহরের করোনা শনাক্ত ৬ জনের মধ্যে পতেঙ্গায় র‌্যাব-৭ এর উপপরিদর্শক (৪৫), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের একজন মহিলা কর্মী (৬৫), দামপাড়ায় পুলিশ সদস্য (৩৮), চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (৪৪), দক্ষিণ হালিশহরে এক পুরুষ (৪৮) ও পাহাড়তলীতে একজন পুরুষ (৭০) রয়েছে।

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় ২ জন। একজনের বয়স ১৯ ও অন্যজনের ৫২ বছর। দুজনের দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ আসে।তাছাড়া মিরসরাই উপজেলায় ২৩ বছর বয়সী এক যুবক, হাটহাজারী বিএমএ লিংক রোড এলাকার এক পুরুষ (৬৯) ও বোয়ালখালীতে ৪৮ বছর বয়সী ১ পুরুষের শরীরে করোনার অস্থিস্থ মিলেছে।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *