দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম ধর্ম গ্রহণ

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে ২০২০ সালের প্রথম চার মাসে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৮৫২ জন।

সোমবার (২৭ এপ্রিল) ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

এসময় আরো বলা হয় গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জনে। ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতা ভিন্নধর্মী মানুষগুলোকে ইসলামের ছায়া তলে আসতে উদ্বুদ্ধ করেছে।

ইসলামিক কালচার সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তাহলে IACAD এপস ডাউনলোড করে ইসলামিক বই পড়তে পারেন বা তথ্য জানতে পারেন।

এছাড়া ৮০০৬০০ হেল্প লাইনে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

২৪ ঘণ্টা/এম আর/মানিক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *