লিফটের নিচে মিললো চিকিৎসকের মরদেহ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিনিয়র কনসালট্যান্ট ডা. এ কে আজাদ সজলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা ক্লিনিকের লিফটের নিচে ফাঁকা জায়গায় তার মরদেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ আছে, তারা বিষয়টা দেখছে।’

ঘটনাস্থল উপস্থিত বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, চিকিৎসক ওই মমতা হাসপাতালের সপ্তম তলার একটি ইউনিটে একা থাকতেন। বুধবার ইফতারের পর চিকিৎসকের সঙ্গে স্বজনদের শেষ যোগাযোগ হয়েছে। এর পর থেকে তিনি নিখোঁজ ছিল। পরিবার এ ব্যাপারে মঙ্গলবার সকালে পুলিশকে জানিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখন পর্যন্ত পুলিশ উদ্‌ঘাটন করতে পারেনি।

২৪ ঘণ্টা/এম আর

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *