নগরীতে নতুন ৬ জন করোনা আক্রান্তের পর লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্ত লকডাউন

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীতে নতুন করে ৬ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার রাতে এ তথ্য প্রকাশের পর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ২০টি কাঁচাঘর ও ৭টি ভবন লকডাউন করা হয়।

কাঁচাঘর ও ভবন লকডাউন করার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)’র উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে একজন র‌্যাব সদস্য ও একজন পুলিশ সদস্য রয়েছে। যারা আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইন এ ছিলেন তাদের কোন ঘর বা ভবন লকডাউন করা হয়নি।

অন্য যারা করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার আগে বিভিন্ন জনের সংশ্পর্শে এসেছেন এমন ২৭টি কাঁচাঘর ও ভবন লকডাউন করা হয়েছে।

এর মধ্যে নগরীর ইফিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ৫টি, চকবাজারে ১টি ও পাহাড়তলীতে একটি ভবন মিলে মোট ৭টি ভবন লকডাউন করা হয়। তাছাড়া নগরীর কর্ণফুলীতে ২০টি কাঁচাঘর লকলাউন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১১ জন ও লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সাতকানিয়ার দুজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

এদিন নগরীতে ৬ জন, মিরসরাইতে ১জন, হাটহাজারী বিএমএ লিংক রোডে একজন এবং বোয়ালখালীতে ১জনের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া চট্টগ্রাম জেলার বাইরে লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়ে।

উল্লেখ্য : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন।

শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩৯ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।

এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *