আমিরাত থেকে বাংলাদেশগামী বিমানের ফ্লাইট ১৫মে পযর্ন্ত স্থগিত

আরব আমিরাত প্রতিনিধি:::বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সকল ফ্লাইট স্থগিত করেছে।

করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে।

একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে।

বিষয়টি নিশ্চিত করেন দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

তিনি বলেন , “সার্বিক পরিস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ১৬ মে পর্যন্ত স্থগিত থাকবে ।

২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট স্বাভাবিক বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”

তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

২৪ ঘণ্টা/এম আর/মানিক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *