শিশু তুহিন হত্যা: বাবাসহ ২ চাচা রিমান্ডে

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবাসহ ৩ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মছব্বির ও প্রতিবেশী চাচা জমশেদ আলী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, ১৪ অক্টোবর ভোরে দিরাইয়ের রাজনগর ইউনিয়নের খেজাউড়া গ্রামে গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় শিশু তুহিনের কান ও লিঙ্গ কাটা ছিলো। এছাড়া পেটে দু’টি ছুরি বিদ্ধ ছিলো।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন রাতেই তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *