সৌদিতে করোনায় ৫২ বাংলাদেশির মৃত্যু(তালিকাসহ)

সৌদি আরবে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই ৫২ জনই প্রবাসী বাংলাদেশি রয়েছে।

আজ বুধবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া ৫২ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৪৬ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ছয়জনের পরিচয় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস।

তবে মৃতদের মধ্যে বেশির ভাগই মদিনায় মারা গেছেন। তা ছাড়া নিহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রামের বাসিন্দা।

সৌদি আরবে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর জানাচ্ছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭৮৪ জন।

এদিকে, রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ মৃতদের তালিকায় থেকে এ তথ্য পাওয়া গেছে।

মারা যাওয়া ৫২ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৪৬ জনের পরিচয়:

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *