করোনাতেও থেমে নেই ইয়াবা কারবার,পটিয়ায় ৪ হাজার ইয়াবাসহ আটক ২

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া বাইপাসের পাশে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ইউনিয়নের গিরীশ চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ পাচারকারীদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গিরিশ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা আলী হোছন (৪২) ও আমিনা খাতুন (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

পরে পুলিশ তাদের কাছ থেকে ৩৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে । যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮২ হাজার টাকা।

পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান এ সংক্রান্তে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/সঞ্জয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *