জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ও জনপ্রিয় অনলাইন পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি সঞ্জয় সেনের শ্বশুড় নেপাল দে দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি কান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার দুপুর ১২টার সময় কক্সবাজারের ইদগাঁও জালালাবাদ হিন্দুপাড়া এলাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করে মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭০ এবং তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন বলে জানিয়েছেন।
সঞ্জয়ের শ্বশুড়ের অকাল মৃত্যুতে ভোরের দর্পণ পত্রিকার ব্যুরো ও আঞ্চলিক প্রধানগন এবং অনলাইন পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের সংবাদকর্মীরা কৃতজ্ঞচিত্তে স্বরণ করে শোক জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলেন, স্বর্গীয় নেপাল দে একজন আদর্শ পিতা ছিলেন। তাঁর সুযোগ্য সন্তানরা আজ প্রতিষ্ঠিত। একজন আদর্শ পিতা হিসেবে তার অবদান কখনো ভুলবার নয়। ভোরের দর্পণ পরিবার আজীবন তাঁকে স্বরণ করবে।
ভোরের দর্পণের পক্ষে বিবৃতিদাতারা হলেন, পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুর মোহাম্মদ রানা, চট্টগ্রাম ব্যুরো প্রধান রাজীব সেন প্রিন্স এবং পত্রিকাটির চট্টগ্রাম বিভাগে কর্মরত সকল প্রতিনিধিগণ।
এদিকে সঞ্জয় সেনের শ্বশুড়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জনপ্রিয় অনলাইন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র রিপোর্টার মঞ্জুর মোর্শেদ রনী, মামুনুর রহমান, টিটুসহ অনলাইনে কর্মরত সকল সংবাদকর্মীরা।
বিবৃতিতে নিহতের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কমনা করে শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি বিবৃতিতে শোক জানিয়ে শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি।
Leave a Reply