সীতাকুণ্ডে আরো একজন করোনায় আক্রান্ত, ১১ পরিবার লকডাউন

লকডাউন

২৪ ঘণ্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে আরো একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। উক্ত ব্যক্তির বয়স (৫০) বছর। সে একটি ওয়ার্কশপের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

করোনা আক্রান্ত ব্যাক্তিটি উপজেলার ১০ নং দক্ষিণ সলিমপুর ইউনিয়নের আবদুস সাত্তারের বাড়ির বাসিন্দা।

গত ২২ এপ্রিল তিনি ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে আজ ২৯ এপ্রিল রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রিপোর্ট দিয়ে আসার পর থেকে ঐ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। এদিকে রাতে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। ওই বাড়ির ১১ পরিবারকে লকডাউনে রাখা হয়।

উল্লেখ যে, সীতাকুণ্ডে এ পর্যন্ত তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রামন ধরা পড়ে। তার একজন ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাসায় ফিরে যায়।

২৪ ঘণ্টা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *