আমিরাত থেকে ১৮৮ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া ১৮৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

এদের সবাই আমিরাতে অবৈধভাবে বসবাসসহ শ্রম আইন লঙ্ঘন এবং ছোটখাট অপরাধের দায়ে করাগারে বন্দী ছিলেন।

করোনার কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও তাদের কারাগারে আটক প্রবাসীদের বিশেষ ক্ষমায় মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

সোমবার মধ্যরাতে ফ্লাই দুবাইয়ের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে ১৮৮ জন বাংলাদেশি কর্মী। দুবাই থেকে বিশেষ ফ্লাইটটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা পর মধ্যরাতে ঢাকায় অবতরণ করে।

স্বাস্থ্য সনদ না থাকায় এসব বাংলাদেশি কর্মীকে আশকোনায় ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *