আজ থেকে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বঙ্গোপসাগরে তার তাণ্ডব শুরু করতে যাচ্ছে।

বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে এ আভাস দিয়েছে।

আকু জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব থাকবে ৩০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে। এজন্য আজ (বৃহস্পতিবার) থেকে তার তাণ্ডব শুরু হবে। আর ২ মের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং ঠিক কোন এলাকায় আঘাত হানবে তা সঠিক করে এখনো বলা সম্ভব হয়নি। তবে ৩ মের মধ্যে মিয়ানমারে আঘান হানতে পারে। এরপরে বাংলাদেশ ও ভারতের দিকে ধাবিত হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ‘আম্ফান’ বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকার এটিই শেষ নাম। ৬৫তম ঘূর্ণিঝড়ের নামের জন্য ডব্লিউএমও আঞ্চলিক আবহাওয়া সংস্থা আরএসএমসির কাছে নামের তালিকা চেয়েছে। এই অঞ্চলে আরএসএমসির সদস্য বাংলাদেশসহ ১৩ দেশ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *