চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুর আহমদ কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (১৪ই অক্টোবর) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগেও তিনি কলেজটির উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক মঞ্জুর আহমদকে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ পদে নিয়োজিত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্যারের প্রতি অভিনন্দন জ্ঞাপন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন অনেক শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রনালয় (এমওই) শাখার ড. গাজী গোলাম মাওলা তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, প্রফেসর মঞ্জুর একজন সাদা মনের মানুষ। তাঁর আন্তরিকতা ও চৌকস দক্ষতায় সরকারি সিটি কলেজ শিক্ষায়, সংস্কৃতিচর্চায় সামনে এগিয়ে যাবে এই আশাবাদ রাখছি।
Leave a Reply