মানিকছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকা থেকে গতকাল বুধবার (২৮ এপ্রিল) আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করে উপজেলা প্রশাসন।
চিত্রা হরিণটিকে লোকালয়ে দেখতে পেয়ে করেন স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে হরিণটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।
আজ সকালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এ্যানিমেল কেয়ারটেকার মো.সুমন মিয়া এসে হরিণটি উপজেলা প্রশাসনের কাছ থেকে বুঝে নেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ বলেন, স্থানীয়রা হরিণটি লোকালয়ে দেখতে পেয়ে খবর দিলে আমরা হরিণটি উদ্ধার করি, হরিণটিকে চিকিৎসা ও সংরক্ষণের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
২৪ ঘন্টা/এম আর/আকতার
Leave a Reply