করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

২৪ ঘণ্টা ডেস্ক নিউজ। জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ নিয়ে একই দিনে চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা।

তথ্যটি নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, একই দিনে বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে বিআইটিআইডি’র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মৃত ব্যক্তিটির শরীরে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।

এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে ওই নারীর মুত্যু হয়।

এদিকে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং সামাজিক দূরত্ব মেনে ওই নারীর দাফন কাজ সম্পন্ন করে মৃত নারীটির বাড়ির আশপাশে লকডাউন করে রাখা হয়।

এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বললেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর।

তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *