ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ও অসহায়, দরিদ্র ৭১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৭১০ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
ধনতলা, চাড়োল, ভানোর এই তিনটি ইউনিয়ন পরিষদের ৭১০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, হাফ লিটার তেল, ১ কেজি টমেটো, ১ কেজি করলা ও ১টি করে লাউ বিতরণ করেন চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
এসময় আরও উপস্থিত ছিলেন, বড়বাড়ি ইউপি আওয়ামীলীগের সহ সেক্রটারী ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের স্ত্রী লাভলী আসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
খাদ্য বিতরণ করার সময় আলী আসলাম জুয়েল সকলকে সরকারি নির্দেশ মেনে চলে ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন হয়ে একে অন্যের পাশে থাকার অনুরোধ করেন তিনি।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম
Leave a Reply