টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত

বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে।

এসময় ১৫টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দুইটি রাম দা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, টেকনাফের ২৬ নং নয়াপাড়া ক্যাম্পের ডি-ব্লকের আব্দুল হামিদের ছেলে আবদুল হাকিম (৩৫) ও অজিউল্লাহ’র ছেলে রশীদ উল্লাহ (৩০)। র‌্যাবের দাবি নিহত দুইজনই স্থানীয় রোহিঙ্গা ডাকাত গ্রুপ রকি বাহিনীর সদস্য।

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, টেকনাফ উপজেলার জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প-২৬ শালবাগান ক্যাম্পের পাশ্ববর্তী পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান করছে।বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

এ খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে ডাকাতদল র‌্যাবের উপর অতর্কিতভাবে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে তাদের রকি গ্রুপের সদস্যরা বলে সনাক্ত করে র‌্যাব। এসময় ১৫টি দেশীয় তৈরী বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দুইটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

এদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, র‌্যাব সুত্রে খবর পেয়ে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে’।

২৪ ঘণ্টা/ইসলাম/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *