লকডাউন ভেঙে বিয়ে করে জরিমানা দিলেন ব্যাংক কর্মকর্তা

লকডাউন ভেঙ্গে বিয়ে করে জরিমানা দিলেন ব্যাংক কর্মকর্তা

২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে লকডাউন ভেঙে বিয়ে করায় ভ্রাম্যমাণ আদালতের কাছে ১৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।

শুক্রবার (১ মে) দুপুর ২ টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নে ৩নং ওয়ার্ডের নুর আহমদ জমাদার বাড়ীতে অভিযান চালিয়ে ওই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় তাকে হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, কধুরখীল ইউনিয়নের জনৈক ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত। তিনি গত ২৭ এপ্রিল লক ডাউন ভেঙে বোয়ালখালীতে আসলে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও তা মানেননি। আজ শুক্রবার বিয়ে করে বাড়ীতে বউ নিয়ে আসেন।

সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমন ছড়ানোর ঝুঁকি থাকায় ১৫ হাজার টাকা জরিমানা এবং তাকে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আদালতকে সহযোগিতা করেন, ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্যবৃন্দ ও বোয়ালখালী থানা পুলিশ।

২৪ ঘণ্টা/ পূজন সেন/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *