চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।
শুক্রবার (১ মে) চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ। এ সময় বিভিন্ন অসংগতি নজরে আসলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার নগরীর কর্ণেল হাট বাজারে দ্রব্যমূল্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ১টি দোকানকে ৩হাজার টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নগরীর কে.বি. আমান আলী রোডস্থ খুচরা বাজারে সরকারি আদেশ অমান্য করে টেইলার্স ও সেলুন খোলা রাখায় ২হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কামাল বাজার, বাকলিয়ায় ১২টি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না পাওয়ায় সাড়ে ১৯হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ টি মামলায় ৩হাজার ৩শত টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন খুলশি, পাচলাইশ, বায়েজীদ ও চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে৪ টি মামলায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক – উর -রহমান নগরীর আকবরশাহ, হালিশহর, পাহারতলী এবং ডবলমুড়িং এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় সাড়ে ৩হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক দেওয়ান বাজার ও কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে বাজার মুল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১৩ টি দোকানকে ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ৭টি মামলায় ৫হাজার ৭শত টাকা জরিমানা করেছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply