দেশে এবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের তালিকায় জনপ্রতিনিধি যুক্ত হলেন।
নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন।
এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
শুক্রবার (০১ মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
এই প্রথম বাংলাদেশের একজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন। সংসদ সদস্যে নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন।
এ দিকে সংসদ সচিবালয় থেকে ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ শুক্রবার স্যারের করোনা পজেটিভ এসেছে। ভবনটি লকডাউন করা হতে পারে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply