করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেরও করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার (২ মে) সকালে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী বিষয়টি নিশ্চিত করেন।
তারিক শিবলী বলেন, ‘হুমায়ুন কবির খোকন মারা যাওয়ার পর আমরা তাঁর স্ত্রী ও ছেলের করোনা টেস্ট করিয়েছিলাম। টেস্টে তাঁদের দুজনেরই ফল পজিটিভ এসেছে।’
শিবলী আরো বলেন, ‘সাংবাদিক খোকনের স্ত্রী-সন্তানকে বাসা থেকে হাসপাতালে আনার জন্য রাতেই একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। তারপর তাঁরা হাসপাতালে এসেছিলেন রাতেই। এখন তাঁরা দুজনই করোনা ইউনিটে চিকিৎসাধীন। তাঁরা ভালো আছেন। এখানে আসার আগে তাঁরা বাসার কোয়ারেন্টিনে ছিলেন।’
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply