নীলফামারীর সৈয়দপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।
১৫ অক্টোবর মঙ্গলবার একাডেমী চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া।
একাডেমি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেন, ওয়াশ ফর আরবান পূওর প্রকল্প (এসকেএস ফাউন্ডেশন) প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম তপাদার।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। একই অনুষ্ঠানে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এস কে এস ফাউন্ডেশন ও পৌরসভার যৌথ উদ্যোগে নির্মিত টয়লেটের উদ্বোধন করা হয়।
Leave a Reply