চট্টগ্রামে নগরীর বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় ১২টি মামলায় ৬৫ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন।
শনিবার (২ মে) চট্টগ্রাম নগরীর বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম।
তিনি জানান, বাজার মনিটরিং করে ৫ টি মামলায় সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবীতে মানববন্ধনের জন্য লোকজন জড়ো হলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন হালিশহর,পাহাড়তলি, ডবলমুরিং, আকবরশাহ এলাকায় আদালত পরিচালনা করে মূল্যতালিকা না থাকায় দুইটি ডিপার্টমেন্টাল স্টোর ও অহেতুক ঘোরাঘুরি করায় ৩ ব্যক্তিকে ৩টি মামলায় ২৩০০ টাকা জরিমানা করেছেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় আদালত পরিচালনা করে ৪টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply