ঠাকুরগাঁও প্রতিনিধিঃবিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। ঘাতক এ ভাইরাসের বিপদসঙ্কুল ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরুনো নিষেধ।
জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাতে অনেকরমতো সংবাদকর্মী গৌতম ছুটছেন ঠাকুরগাঁওয়ের সর্বত্র।
২৪ ঘণ্টা ডট নিউজ এবং ‘দৈনিক ডোনেট বাংলাদেশ’ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি গৌতম চন্দ্র বর্মন প্রতিদিন খুঁজে বের করেন নানা রকম খবর।
আইইডিসিআর ও করোনাসংক্রান্ত সব অলিগলিতে তার নিত্য নির্ভীক অঙ্গীকারবদ্ধ। খবর সংগ্রহের পর লিখে পাঠান অফিসে ।
গৌতম বলেন, করোনা আতঙ্কে দেশবাসী সন্ত্রস্ত। সঠিক খবর দেশের মানুষকে জানানো কর্তব্য। যেন তারা সচেতন ও সতর্ক হতে পারেন। আমার দেয়া একটা তথ্য অনেকের জীবন বাঁচাতে পারে। সেজন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলাটাও জরুরি।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply