চবিতে ইয়াবাসহ আটক ৩

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৪ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ।

সোমবার (৪ মে) বিকাল পৌঁনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের পিছন থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের কর্মচারী মহিউদ্দিন ও দোকানদার নাছির।

জানা যায়, বিগত এক মাস ধরে তারা দাপটের সঙ্গে ইয়াবা ব্যবসা করে আসছিল।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুর রহিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি। এসময় ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। আমাদের অভিযান এখনো চলমান।

২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *