চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৪৯ মামলায় জরিমানা

চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সোমবার (৪ মে) নিয়মিত অভিযানের অংশ হিসেবে
চট্টগ্রাম মহানগরের খুলশী, পাঁচলাইশ,বায়োজিদ ও চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ১৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।

নগরীর চকবাজার,বাকলিয়া,সদরঘাট ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ৯টি মামলায় ৯হাজার ৬শত টাকা জরিমানা করেন।

মহানগরীর চান্দগাঁও এলাকার দেওয়ান মহসিন রোডের চেয়ারম্যান কলোনীতে সরকারি আদেশ অমান্য করে বহিরাগত ৮-১০ জন নির্মাণ শ্রমিকদের সমাগম ঘটিয়ে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় উপস্থিত ঠিকাদারকে আর্থিক সামর্থ্য বিবেচনায় ২ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অননুমোদিতভাবে দোকান খোলা রাখায় রিমা গ্লাস হাউসকে ৩ হাজার টাকা, লেপের দোকান সায়েদ স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় মুদির দোকান হাসেম স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন মহানগরীর আকবর শাহ, পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় সাড়ে ৬হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর চট্টগ্রাম মহানগরের খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় আদালত পরিচালনা করে ৬টি মামলায় ৩হাজার ৩শত টাকা জরিমানা করেছেন।

ম্যাজিস্ট্রেট আশিক – উর – রহমান নগরীর বন্দর,ইপিজেড এবং পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১টি মামলায় ২হাজার টাকা জরিমানা করেন।এছাড়া ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক
এলাকা: কোতোয়ালি, চকবাজার, সদরঘাট ও বাকলিয়ায় আদালত পরিচালনা করে ৮টি মামলায় ৫হাজার টাকা জরিমানা করেছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *