আর্থিক সংকটে আটকা পড়লো করোনা চিকিৎসক ডা. করোনা মোবাইল অ্যাপের কাজ

নোবিপ্রবি প্রতিনিধি:::করোনা চিকিৎসায় কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক মোবাইল এপ ডা. করোনার সকল কাজ সম্পন্ন। তবে এটি ব্যবহার উপযোগী করতে বেগ পেতে হল পর্যাপ্ত আর্থিক সংকটের কারণে। স্পন্সর না পেলে অসম্পন্ন থেকে যাবে নোবিপ্রবি ও চুয়েটের তিন শিক্ষার্থীর এই আবিষ্কার।

দীর্ঘ দেড় মাসের গবেষণা এবং প্রচেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আহমেদ কাওছার ও এসকে ফয়সাল আহমেদ এবং চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থী অভিষেক দাস কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে করোনা চিকিৎসার মোবাইল এপ্লিকেশন ডা. করোনা তৈরীর কাজ করেন।

ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে বলে দাবী তরুণ ওই গবেষকদের। তবে প্রয়োজনীয় অর্থ ব্যয় করে এটিকে মোবাইল এপ আকারে ব্যবহার উপযোগী করার সামর্থ্য নেই বলে জানিয়েছেন ওই তিন শিক্ষার্থী। গবেষক দলের প্রধান আহমেদ কাওছার শেয়ার বিজকে বলেন, এপটিকে ব্যবহার উপযোগী করতে হলে আমাদের বিশাল অঙ্কের টাকা গুনতে হবে। শিক্ষার্থী হিসেবে আমাদের পক্ষে তা ব্যয় করা সম্ভব নয়।

তিনি জানান, আমরা দেশের স্বার্থে একটি ভালো কাজ করতে চাচ্ছি। যা থেকে সর্বস্তরের জনগন উপকৃত হতে পারবে। এখন কেউ যদি দেশের স্বার্থে আমাদের সাথে এগিয়ে আসে, তাহলে জনগনের জন্য এটি ফলপ্রসূ হবে। এর ব্যয়ের ব্যাপারে তিনি বলেন, আমরা এর কাজগুলো বিভিন্ন ডেভেলপারকে ভাগ দিয়ে করছি। যার জন্য সর্বমোট দুই লক্ষাধিক টাকা ব্যয় করতে হবে।

প্রসঙ্গত, এটি লক্ষণ শুনে জানাবে করোনা সংক্রমিত হয়েছে কিনা। এটি তৈরীতে ১৩ হাজার করোনা আক্রান্ত রোগীর ডেটা বিশ্লেষন করা হয়েছে। নিবিড় তত্বাবধানের মাধ্যমে সহায়তা করবে আক্রান্ত রোগীকে। করোনা সংক্রমিত রোগী ও হোম কোয়ারান্টাইনে থাকা মানুষের সাথে গান, গল্প ও কবিতা বলে বন্ধুর মত থাকবে ব্যবহৃত এপসে। পরবর্তীতে করোনা মুক্ত হলে জানাবে রোগ নিরাময়ের খবর।

এছাড়াও একজন রোগীর সাথে সরাসরি বাংলা ভাষায় কথা বলবে এই এপস। করোনা সম্পর্কে এটি যে কোন প্রশ্নের উত্তর দিবে। এবং সকল ধরণের তথ্য (নাম্বার, পুলিশ লাইন, আপডেট ইনফরমেশন ইত্যাদি) দিয়ে এর ব্যবহারকারীকে সহায়তা করবে। করোনা সন্দেহজনক একজন রোগীকে ডাক্তার এর ন্যায় প্রশ্ন করে তার লক্ষণ বিচার করে রোগীকে ভালো একটি দৈনিক রুটিন দিবে। করোনা চ্যাকাপ করে আবার আপডেট তথ্য অনুযায়ী রোগীর রুটিন পরিবর্তন করতে পারবে।

২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *