যবিপ্রবির ল্যাবে ৪ জেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি:- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় ৪ জেলায় নতুন করে আরও ১৩ জন রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) যবিপ্রবির ল্যাবে ৪ জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর মধ্যে যশোরে ১ জন, ঝিনাইদহে ৬ জন ও চুয়াডাঙ্গায় ৫ জন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৬ জনের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

বুধবার (৬ মে)সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল জানানো হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন রোগী যশোরের।

যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান,বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১৩তম দিনে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর মধ্যে যশোরের ২৩ জনের নমুনা পরীক্ষায় একজন, ঝিনাইদহের ১৫ জনের নমুনায় ছয়জন, চুয়াডাঙ্গার পাঁচজনের নমুনায় পাঁচজনই এবং মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন যশোরের রোগী।এছাড়া ঝিনাইদহে ৩৫ জন,চুয়াডাঙ্গা ও নড়াইলে ১২ জন করে, কুষ্টিয়ায় ৪জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে ৭ জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর/নিলয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *